1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা স্কুলের সভাপতি ইসহাক চৌধুরী  সোনাইমুড়ীতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার যুবক সোনাইমুড়ীর ধর্ষণের ঘটণাকে ওসি বল্লেন দূর্ঘটনা জৈষ্টপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ভূমি জরিপ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটি গঠিত বোয়ালখালীতে দুই যুবকের কৃষি সাফল্য গড়ে তুলেছেন এক বিশাল সবুজ সাম্রাজ্য বোয়ালখালীতে আহলা দরবারে মওলা আলী (রাঃ) এর ওরসে পাক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ আজ জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

ইফতারের সময় খেঁজুর মুখে দিতে গিয়ে একটা উপলব্ধি হলো।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৪৮ বার পড়া হয়েছে

যে খেঁজুর টা আমি মুখে দিলাম, এই খেঁজুর টা আমি কিনিনি, আমার নিজের বাড়িতেও চাষ করা হয়নি, এমনকি এই দেশের মাটিতেও এটার চাষ হয়নি।
এই খেঁজুর টা সূদুর কোনো দেশ থেকে আমার দেশে এসেছে।
এই খেঁজুর টা যখন গাছে মুকুল অবস্থায় ছিলো, কোনো পোকা এটাকে নষ্ট করেনি,
পাকার পর পাখি হয়তো একই গাছের অন্য একটা খেঁজুর খেয়েছে, অন্য একটা খেঁজুর ঝরে পরে নষ্ট হয়েছে কিন্তু এই খেঁজুর টা হয়নি।
খেঁজুর টা পাকার পর গাছ থেকে পারা হয়েছে, শুকানো হয়েছে, প্যাকেট জাত করা হয়েছে, এরপর হাজার মাইল পারি দিয়ে স্থানীয় বাজারে এসেছে।
এই সময়টাতে এই কাজের সাথে জড়িত থাকা কোনো ব্যক্তি খেঁজুর টা খেয়ে ফেলেনি।
বাজারে আসার পর অনেকেই হয়তো কেনার উদ্দেশ্য নিয়ে গিয়েছে, হাত দিয়ে ছুঁয়ে দেখেছে অথচ কিনেনি।
একটা সুদীর্ঘ পথ অতিক্রম করে খেঁজুর টা আমার প্লেটে এসে উঠেছে।
এর মাঝখানে আমার রিযিকে থাকা খেঁজুর টা অন্য কেউ কেড়ে নেয়নি।

রিযিক!
কি চমৎকার একটা জিনিস,
এই খেঁজুর টা আমার জন্যই আল্লাহ্ বরাদ্দ রেখেছিলেন, আমার জন্যই কোনো এক সূদুর দেশের মাটিতে দিনের পর দিন যত্নে বড় হয়েছে।
সেখান থেকে আমার মুখে তোলার আগ পর্যন্ত কত সুযোগ ছিলো অন্য কারো আমার রিযিক কেড়ে নেয়ার, অথচ কেউ নেয়নি।
ঘুরে ফিরে আমার কাছেই এসেছে।
পুরোটা সময় আল্লাহ্ সুবহানাল্লাহু তা’য়ালা আমার জন্য এটাকে নির্ধারিত করে রেখেছিলেন।

যেটা আপনার জন্য আল্লাহ্ নির্ধারিত করে রেখেছেন সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সাত সমুদ্র তেরো নদী পারি দিয়ে হলেও সেটা আপনার কাছে এসে পৌঁছুবে, এটাই রিযিক।
কারো সাধ্য নেই আপনার রিযিক ভোগ করার।
ঠিক এই বিশ্বাসটা মনে মগজে গেঁথে নিতে পারলে দুনিয়াবি অর্ধেক হতাশার সমাধান হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট