1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৩ জুন ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করলো প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ” বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্র শিবিরের দোয়া মাহফিল সোনাইমুড়ীতে পুকুরে মিলল কামরুলের লাশ সোনাইমুড়ীতে চোর চিনে ফেলায় বৃদ্ধা খুন বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩ বোয়ালখালীতে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার। নাগরিক সুবিধা বৃদ্ধিতে বাড়াতে হবে রাজস্ব আদায়: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কবিতার অসুখ ও নিঃশব্দ মৃত্যুর প্রান্তে—প্রতিমা দাশের এক ব্যতিক্রমী সৃষ্টি”

ইক্বরা মডেল মাদ্রাসায় সবক নিয়েছে শিক্ষার্থীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাধীন বজরার ইসলামগঞ্জ বাজারের মদীনা প্লাজায় অবস্থিত ইক্বরা মডেল মাদ্রাসায় এক সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী ২০২৫) সকাল ৯ টার এই অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থী সবক নেয়।

হাফেজ জামালের সভাপতিত্বে এবং ক্বারী শাহ আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর নোয়াখালীর নূরানী বোর্ডের প্রধান মাওলানা আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোনাইমুড়ী বড়গাঁ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজান ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং নিজের আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে সেই হাদিসের প্রতি লক্ষ রাখতে হবে যে, এলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। আপনারা আপনাদের সন্তানদের দ্বীনি শিক্ষা লাভের জন্য মাদ্রাসায় পাঠান। তাদের প্রতি খেয়াল রাখুন, যাতে তারা নিয়মিত মাদ্রাসায় আসে। মোবাইল আসক্তি না হয়ে পড়া-লেখার প্রতি মনোযোগী হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা জামাল উদ্দিন বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষার্থীদের পড়া লেখা করিয়ে আসছি। ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকে। আমাদের শিক্ষার মান দেখে দূর দূরান্ত থেকে অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়া-লেখা করাচ্ছেন। আমরা আবাসিক ছাত্র-ছাত্রীদেরকে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করে থাকি।

মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ সাহাদাত হোসেন বলেন, আমাদের অনাবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ডে-কেয়ার ও নিজস্ব পরিবহনের সু-ব্যাবস্থা এবং আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে থাকা ও খাবারের ব্যাবস্থা। আমাদের আবাসিক শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের পড়ালেখা এবং থাকা-খাওয়ার বিষয়ে খুবই যত্নশীল। শিক্ষার্থীরা অসুস্থ হলে দায়িত্বরত শিক্ষকগণ অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। পড়া-লেখায় পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের প্রতি মেধা বিকাশে বিশেষ যত্ন নেয়া হয়।

এই মাদ্রাসার বালক শাখায় প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত এবং প্লে থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত ১০ জন শিক্ষক/শিক্ষিকার কঠোর পরিশ্রমে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অত্যন্ত মনোরম পরিবেশে পাঠদান করানো হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের রয়েছে ডে-কেয়ার ও আবাসিক সুবিধা।

শিক্ষার্থীদেরকে সবক দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট