1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ বোয়ালখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান বোয়ালখালীতে অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত ও মজুদের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডোবায় পড়ে বোয়ালখালীতে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খোয়া গেল অটোরিকশা-মোবাইল-নগদ টাকা নাচ-গান-আবৃত্তিতে প্রত্যয়ের বর্ষাবরণ পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে পকেট কমিটি নয়, ত্যাগীদের স্বীকৃতি চাই: বোয়ালখালী বিএনপি বোয়ালখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি শান্তি সমাবেশ ও র‍্যালি

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সম্প্রীতি শান্তি সমাবেশে বক্তারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাজারো শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোমদন্ডী ফুলতল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, পলায়নকারী সরকারের মতো কোনো অবস্থাতেই অন্যায় প্রতিশোধ, ঘৃণা, সাম্প্রদায়িক সংঘাত, ধর্ম বর্ণ বিভেদ সৃষ্টি না করে আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ চাই। যারা বিভেদ সৃষ্টি করে ফায়দা হাসিলের পাঁয়তারা করছে তাদের মোকাবেলা করা হবে।

সংগঠনের সদস্য স.ম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন এম সোলায়মান ফরিদ, বিশেষ বক্তা ছিলেন এনাম রেজা কাদেরী।

আকতার হোসাইন তালুকদার ও খ ম মোজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম রাশেদ, মাস্টার আবুল হোসেন, কাজী মাওলানা ওবায়দুল হক হক্কানী, মাওলানা ইলিয়াস শিকদার, ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের, নুর উদ্দিন কাদেরী, ছাত্রনেতা কফিল উদ্দিন রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আবুল ফয়েজ মামুন, মাওলানা আব্দুল নবী আলকাদেরী, মাওলানা আব্দুল কুদ্দুছ আলকাদেরী ও মাহবুবুল আলম কাদেরী।

দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, আমরা সকল ধরণের হামলার নিন্দা জানাই। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে এদেশের ত্রিশ লক্ষ শহিদের আত্মদানে অর্জিত স্বাধীনতার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারেননি। শুধু ক্ষমতার পালাবদল আর হত্যার রাজনীতি দেখেছে। অপ রাজনীতির কূটকৌশলে সীমাহীন দুর্নীতি অর্থনীতি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যিকে ধ্বংস করেছে।

দিনের পর দিন স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারেননি। হরণ করা হয়েছিলো বাকস্বাধীনতা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও একশ্রেণির অসাধু পুঁজিপতি কোটি কোটি টাকার মালিক বনেছে।

সমাবেশ শেষে একটি র‍্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট