বোয়ালখালী প্রতিনিধি:
তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ ও জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানুল মোবারক ও খলীফাতুল রাসুল মওলায়ে কায়েনাত হযরত আলী (রাঃ) এর শাহাদাৎ বার্ষিকী স্বরণে আহলা দরবার শরীফে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইফতারপূর্ব মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফ এর সাজ্জাদানশীন হুজুর পীরে তরিকত হযরত শাহ আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ এমদাদুল ইসলাম।
শাহাজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদের সার্বিক তত্বাবধানে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া সিনিয়র সহকারী জেলা জজ শেখ মোহাম্মদ মুহিবুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়্যারম্যান এস এম সেলিম, স্ট্যান্ডার ব্যাংকের পরিচালক মো জাহেদুল হক, প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলান মো. ইয়াসিন আল মাদানি।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেল কারা পরিদর্শক মো ইয়াসিন কচি, বিশিষ্ট ব্যবসায়ী মো জিয়া উদ্দীন টিপু, ছাএলীগ নেতা এস.এম কাজেম সহ অনেকে।