২৭ রমজান রোজ বুধবার আস সুন্নাহ মডেল মাদ্রাসার ছাত্রদের কোরআন সবক ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুল্লাহ খান সিরাজীর পরিচালনায় এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।
বিশেষ আলোচক ছিলেন, পরিচালক মোঃ ফয়জুল আলম প্রিন্স।
এ সময় মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এবং পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল্লাহ খান সিরাজী।