পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আশিয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাসেম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল। সহকারী শিক্ষক শাকিল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নাসিমুজ্জামান বাহাদুর, দাতা সদস্য গোলাফুর রহমান মঞ্জু, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, আজিজুল হক, জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোহাম্মদ হাসেম,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন,প্রদীপ কুমার বড়ুয়া,সাইদুল হক চৌধুরী, শর্মিলা দাশ,মোঃ নুরুচ্ছাফা,দীপক কান্তি বড়ুয়া,অজিত চৌধুরী, হাফিজুল ইসলাম, রোকসানা আকতার,নিপুন পাল প্রমুখ।
এসময় চেয়ারম্যান এম এ হাসেম বলেন,সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।