বর্তমানে চারটি টিভি চ্যানেলে ভিন্ন ভিন্ন গল্পের প্রচার চলতি চারটি ধারাবাহিক নাটকের টাইটেল গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। আশিক বন্ধু’র লেখা গান নিয়ে চারটি ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে – দীপ্ত টিভিতে- বকুলপুর’ এটিএন বাংলায়- স্বপ্নের রানী ও আরটিভিতে- গোলমাল ও জাদুনগর’ । বকুলপুর ‘ প্রচার হচ্ছে রাত ৮ টায় দীপ্ত টিভিতে, গোলমাল প্রচার হচ্ছে রাত ৯ টায়, জাদুনগর” প্রচার হচ্ছে প্রতিদিন রাত ১০ টায় আরটিভিতে এবং স্বপ্নের রানী প্রচার হচ্ছে রাত ৯ টায় এটিএন বাংলায়। এই প্রচার চলতি চারটি ধারাবাহিক নাটকের গীতিকার আশিক বন্ধু বলেন- একসাথে চারটি ধারাবাহিক নাটকের টাইটেল গান লিখেছি, তা একই সময়ে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে – বিষয়টি খুব আনদের। কারন নিজের লেখা, সৃষ্টি যখন পর্দায় দর্শকরা দেখেন ও শুনেন, তার অনুভূতি অন্যরকম৷ ফেসবুকে, ইউটিউবে, ও ব্যক্তিগতভাবে অনেক বেশ শুভেচ্ছা জানাচ্ছেন, প্রশংসা করছেন- এগুলোই আমার কাছে বড় প্রাপ্তি। সকলের ভালবাসায় আগামীতে আরো ভালো গান লেখার উৎসাহ ও সাহস পাচ্ছি। দর্শক, সকল সাংবাদিক ও মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।