জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক বহু গ্রন্থ প্রণেতা আল্লামা মুফতি আমিনুর রহমান (রহ:) এর ১ম ওফাত বার্ষিকীতে বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ৩ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল (শুক্রবার) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের মধ্যে গত বুধবার ব্যক্তি উদ্যোগে খতমে কুরআন ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) জোয়ারা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী ছাত্র সেনার উদ্যোগে পৃথকভাবে খতমে কুরআন ও আলোচনা সভাসহ ৮ ডিসেম্বর (শুক্রবার) ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব স.উ.ম. আবদুস সামাদের নেতৃত্বে নেতৃবৃন্দের কবর জেয়ারত ও পরিবারের উদ্যোগে খতমে কুরআন আয়োজন করা হয়।
উল্লেখ্য অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমান (রহ:) মাদরাসা-ই-আলিয়া,ঢাকার সাবেক মুহাদ্দিস ও সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন (রহ:) এর ভাতিজা ও বড় জামাতা ছিলেন।