জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ পৌর সদরস্থ ছগির মোহাম্মদ বাড়ির বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন (৮৩) ওমরা পালন করে দেশে ফেরার পূর্বে ২৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে বাংলাদেশ সময় ১০:৪০ মিনিটে পবিত্র মদিনা শরীফে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালে তিনি স্ত্রী, ৩ ছেলে,২ মেয়ে,নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন মিনহাজ জানান, গত ৮ আগস্ট ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে যান। এবং ওমরা পালন করেন গতকাল সকালে তিনি মদিনা শরীফে ফজরের নামাজ আদায় করেন। বেলা ১০:৪০ মিনিটের সময় বুকে ব্যথা জনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মরহুম আলহাজ্ব দেলোয়ারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র মদিনার জান্নাতুল বাকিতে লাশ দাফন করা হবে।