বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দা সাজিয়া এমদাদ।
রবিবার (১০ নভেম্বর) রাতে তিনি ধোরলা বলাকা সংঘ ও উত্তর সদ্দার পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজকদের হাতে প্রবাসী এমদাদুল ইসলামের পক্ষে অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আবুল বশর, অজয় দাশগুপ্ত, টিটু বৈদ্য, বাবুল বৈদ্য, রঞ্জিত সদ্দার, বিশু সদ্দার, নয়ন সদ্দার, সানু সদ্দার, সুকুমার সদ্দার, নিখিল সদ্দার, বাবলা সদ্দার, রাখাল সদ্দার ও টিংকু সদ্দার।