[পটিয়া প্রতিনিধি ]
বিগত মার্চে মাসের প্রথম থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত দুইমাস ব্যাপী সময়ে শারীরিক অসুস্হতা মাঝে মাঝে দিন দিন পরাক্রমে ভিষন ভাবে ভেড়ে উটে চলেছে।এর জন্য আমার এলাকার আনোয়ারা জামান লোকমান হাকিম মেমোরিয়াল হাসপাতাল কার্যালয়ের ডাক্তার মহোদয়ের স্মরনাপন্ন হই।ঔখানে পর পর দুইবার স্বাস্হ্যের কোন পরীক্ষা-নিরিক্ষা বিহীন ডাক্তারের পরামর্শ প্রেসকিপসান মোতাবেক ঔষধ সেবন করি।সেই ঔষধ সেবনের পর কয়দিন সুস্হ হয়ে আবারো ফিরে আসে আমার মাঝে শরীরের অসুস্হতা।এ অবস্হার মাঝে দৈনিক দেশ বার্তা সহ আরো অনলাইন প্রোটাল পত্রিকার সংবাদ সংগ্রহে পেশাগত অর্পিত দায়িত্ব পালনে যেতে হয় রাজনৈতিক,
সামাজিক সহ আরো অন্যন্যা কাজে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকার অনুষ্টানে।শারীরিক দুঃঅবস্হার শত কষ্ট উপেক্ষা করে নিজেকে উজাড় করে চলেছি নিঃবয়ে।এরপর অসুস্হতা যখন আবারো বেড়ে যায় তখন আবার পটিয়া শান্তিরহাট আরেক ডাক্তার মহাশয়ের স্মরনাপন্ন হই।ঔই ডাক্তারকে আমার শারীরিক পরিস্হিতির পূর্বের বিষয় এবং বর্তমান বিষয় নিয়ে সবকিছু খোলামেলা ভাবে বলার পর দিলেন কোন শারীরিক পরীক্ষা-নিরিক্ষা ব্যতিরেকে দিলেন ঔসধের প্রেসকিপসানের পর্দ।সেই মোতাবেক ঔষধ সেবন করি।আমার শরীরের অশুক হলো একমাত্র কাঁশি,বুক বেতা,স্বাস কষ্ট,গলার ভিতরে জিব্বের উপরে মাংস ভেড়ে ফুলে যাওয়া। যার কারনে আমার খাওয়া-দাওয়া আহার খাওয়ার পথে অসুবিধা সৃষ্টি হয়ে পর্যায়ক্রমে বাড়তে থাকে ভিষন শারীরিক যন্ত্রনা।
এভাবে হওয়ার পর বিগত ২৮শে এপ্রিল বিকেল থেকে আবারো একটু একটু শুরু হয় শারীরিক এইসব অসুস্হতা।এরপর রাত ১০টা নাগাদ এক পর্যায়ে আমার কাঁশি,বুক ব্যাতা,স্বাস কষ্ট ভেড়ে গিয়ে এক পর্যায়ে আমার শ্বাস প্রস্বাস উপশম বন্ধ হওয়ার পথে।এতে পরিবারে পূর্বের ডাক্তারের রক্ষিত ঔষধ সেবনের মাধ্যমে কিছুটা কাঁশি কমে উপশম হয়।তবে বুকের প্রচন্ড ব্যাতা ভেড়ে যায়।ঐ রাত সাড়ে ১২টা নাগাদ পূর্ব পরিচিত স্বজন আমার এলাকার স্বনামধন্য পরিবারের ডাক্তার মেয়ের জামাতা পটিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাক্তার বাবু সব্যসাচী নাথ মহোদয়ের সাথে ফোন কলে যোগাযোগ করি।তার পরামর্শে আমার পরিবারে রক্ষিত ঔষধ সেবনে কিছুটা শারীরিক উপশম পরিলক্ষিত হয়।রাত গতে ২৯শে এপ্রিল তার পরামর্শ মোতাবেক সকাল ১০টায় পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্স এ তার নি
সরকারি অফিস কার্যালয়ে উপস্হিত হই।সেখান থেকে নিজেই আমার চিকিৎসার ব্যবস্হা পত্রের মাধ্যমে সাথে সাথে দ্রুত চিকিৎসার শুরু করে কেবিন রুমে পাটিয়ে দেন তিনি।সে দিন সময়ে স্বাস্হ্য কমপ্লেক্স অফিস কার্যালয়ের এক কনফারেন্স অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সম্মতি জ্ঞাপন রয়েছে জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি মহোদয়।তার জন্য স্বাস্হ্য কমপ্লেক্স অফিস কার্যালয়ে অপেক্ষারত অবস্হায় উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরন চৌধুরী,পটিয়া উপজেলা আ,মীলীগের সাবেক সভাপতি ও দক্ষিন জেলা আ,মীলীগ নেতা মোঃ রাশেদ মনোয়ার,উপজেলা আ,মীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক।এমন সময়ে স্বাস্হ্য প্রধান কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ মহোদয়ের অফিস রুমে অসুস্হ মুমুর্ষ অবস্হায় প্রবেশ করি আমি।তখন উপস্হিত মহোদয়গন আমার শারীরিক দুঃবস্হার পরিস্হিতি দেখে তারাও ভিষন হতভাগ হয়ে পড়েন।আমার অসুস্হতার এই খবর উপস্হিত মহোদয়গন পটিয়ার অবিভাবক ও গনমানুষের নেতা মাননীয় হুইপ মহোদয়কে আমার শারীরিক অসুস্হতার বিষয় অবগত করেন তারা।হুইপ মহোদয় আমার এই খবর শুনে আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে তার মোবাইল থেকে আমাকে কনফারেন্স অনুষ্টানের পর সময়ে ফোন করে আমার শারীরিক অসুস্হতার খোজ-খবর সংগ্রহ করেন।এবং আমাকে চিকিৎসার জন্য নিঃবয়ে থাকার জন্য পরামর্শ প্রদান করেন।চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে আমি ব্যবস্হা করে দিব।তুমি নিঃবয়ে থাক,তোমাকে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার ব্যবস্হা আমি করে দিবে।আমার এ চিকিৎসা বিষয়ে ভাল মন্দ স্বাস্হ্য কমপ্লেক্ম প্রধান কর্মকর্তা সব্যসাচী নাথ মহোদয় সবকিছু অবগত করে হুইপ মহোদয়কে জানাবার জন্য তাকে নির্দেশ দিবেন বলে বলবেন বলে এসব আরো কথার আশ্বাস প্রদান করেন তিনি। আমার এ বিষয়ে আমাকে সত্যিকারের একজন অবিভাবক সূলভ এর পরিচয় দেন মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী এমপি মহোদয়।তার জন্য পটিয়ার মানুষের সুখে দুঃখের প্রকৃত জনবান্ধব হুইপ সামশুল চৌধুরী এমপির জন্য একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার প্রতি বিমন্ব্র শ্রদ্ধার সহিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার পেইসবুক আইডি থেকে শারীরিক অসুস্হতার খবর ছড়িয়ে পড়লে আমার অনেক শুভাকাক্ষী সরাসরি হাসপাতালে যোগাযোগ,কেউবা ফোনে যোগাযোগ,কেউবা ভিডিও কনফারেন্সে যোগাযোগ করে আমাকে এবং পরিবারকে সত্যিকারে মুগ্ধ করে ভালবাসায় সিক্তে আজীবন ঋনি করেছেন।
তাদের প্রতি রইল আমার অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আমার এই দুঃসময়ে যারাই চিকিৎসার খোজ খবর নিয়ে অকৃত্রিম ভালবাসায় মুগ্ধ করেছেন তাদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পটিয়া উপজেলা শাখার কমান্ডার এবং আমার প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা বৃন্দাবন নাথের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রসজিত দাশ,বীর মুক্তিযোদ্ধা ইউছুপ মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া,ক্রিসেন্ট লজিষ্টিক লিঃ চেয়ারম্যান দানবীর বাবু নিপুর চৌধুরী,সাংবাদিক রবিউল আলম ছোটন ভাই,জাতীয় শ্রমিকলীগ(পিডিবি)নেতা কামরুল হাসান বাবু,পৌর শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি,দৈনিক দেশ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন,বার্তা সম্পাদক আবু ছালেহ ভাই।হাইদগাঁও রামঠাকুর সেবাশ্রমের সম্মানিত সভাপতি বাবু কাজল চৌধুরী,চটগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক বর্ষীয়ান ছাত্রনেতা,করোনা যোদ্ধা মোঃ মাঈনুদ্দিন চৌধুরী,হাইদগাঁও রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি বাবু সুজিত কুমার দাশ,কুসুমপুরা ইউনিয়ন আ,মীলীগের সভাপতি মাধাই চন্দ্র নাথ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা আলমগীর আলম,কোলাগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার বাবু চন্দন চৌধুরী,মহিরা সমাজ কল্যান সংসদের সাবেক সাধারন সম্পাদক বাবু রাজন দাশ,কুসুমপুরা ইউনিযন পরিষদ ৩নং থানামহিরা ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ হোছাইন,জিরি ইউনিয়ন আ,মীলীগ নেতা বাবু সুশীল নাথ সহ আত্মীয় স্বজন,বন্ধু সুহৃদ,সংবাদ সহকর্মী, ও শুভাকাঙ্ক্ষী বৃন্দরা।এ ছাড়া অসুস্হ অবস্হায় স্মৃতি শক্তিতে কারো নাম অনিশ্চাকৃত ভাবে ভূলে না লিখা হলে শ্রদ্ধাভরে বিনম্ব চিওে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রইল।
এ ছাড়া আরো উল্লেখ্য পটিয়া হাসপাতালে শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় জরুরী চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার(২রা মার্চ)বিকেলে হাসপাতাল ত্যাগ পূর্বক ছাড়পত্র নিয়ে সুস্বাস্হ্য সাচ্ছন্ধ্য জীবন যাপনে নিজ বাড়ীতে পরিবার পরিজন নিয়ে শারীরিক ভাল আছি।
“জয় হোক মানবতার”