1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ আজ জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল পবিত্র রমজান উপলক্ষে পটিয়ায় জিরি ইউনিয়নের কৃতিসন্তান ফরিদুল আলমের উদ্যোগে খাদ্যপণ্য বিতরণ কবিতাঃ ঈদ বসন্ত -মোঃ হোসাইন জাকের চন্দনাইশে পৌরসভা ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে ধোপাছড়িতে ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে জোয়ারা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে আরও ৬৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

আবারো চালু হলো চট্টগ্রাম-কক্সবাজার ‘স্পেশাল ট্রেন’

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :

ব্যাপক জনপ্রিয়তা পাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে স্পেশাল ট্রেন র্দীঘদিন বন্ধ থাকার পরও আবার চলাচল শুরু করেছে। বুধবার ১২ জুন থেকে ২৪ জুন পর্যন্ত এ স্পেশাল ট্রেনটি চালু রাখবে বলে জানা যায়।
কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার মো. গোলাম রব্বানি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ স্পেশাল ট্রেনটি সকাল ৭ টায় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে এবং সন্ধ্যা ৭টায় আবার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন। যা রাত ১০ টা ২০ মিনিটে চট্টগ্রামে গিয়ে পৌঁছবেন।
এই স্পেশাল ট্রেন ঈদের পরবর্তী এক সপ্তাহে বা ২৪ জুন পযর্ন্ত চলাচল করবে। এর আগে গত এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি চালু করেছিল রেল বিভাগ। যা গত ২৯ জুন এসে বন্ধ করে দেয়া হয়। ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটকে এই ট্রেন বন্ধের কারণ হিসাবে দেখিয়ে ছিল কর্তৃপক্ষ।

যাত্রীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতে জন্য ব্যাপক জনপ্রিয় ছিল সড়ক পথ। তবে ট্রেন চালুর পর থেকে
সময় ও অর্থ সাশ্রয়, নিরাপদ এবং আরামদায়ক এই বিবেচনা বাসের তুলনায় ট্রেনের সার্ভিসটি জনপ্রিয়তা পায়।
সড়কপথে ১৪৫ কিলোমিটার দুরত্ব। সেখানে বাসে সময় লাগে ৫-৬ ঘন্টার কাছাকাছি।
এতদিন চট্টগ্রাম-কক্সবাজার সড়ক পথের বাস গুলোতে
নন এসি বাসে ৪২০টাকা, এসি বাসে ১ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হতো। তবে ট্রেনের দাপটে বাস মালিক‘রা ৪২০ টাকার পরবর্তীতে ১০০ টাকা কমিয়ে ৩২০ টাকা ভাড়া ধার্য করতে বাধ্য হন।
রেল কর্তৃপক্ষের তথ্যমতে, ঢাকা-কক্সবাজার চালু থাকা দুইটি ট্রেনে চট্টগ্রামের জন্য বরাদ্দ মাত্র ২৩০টি সিট। অর্থাৎ প্রতিদিন চট্টগ্রামের ২৩০ যাত্রী দুটি ট্রেনে যাতায়তের সুযোগ পেয়ে ছিল। চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন চালু হলে যাত্রীদের জন্য ট্রেনটিতে ৭০৫টি সিট রয়েছে।

আরো জানা যায়, এই ট্রেনটি ছিল লাভজনক। ৮ এপ্রিল চালু হওয়া এই ট্রেন থেকে ৫মে পর্যন্ত মোট ২৫ দিনে ৫১ লাখ ২৫ হাজার ৩৬২ টাকার রাজস্ব আয় হয়। যা প্রতিদিনের ২ লাখ বেশি।
এই নিয়ে আলোচনার-সমালোচনার মধ্যেই ১২দিন পর আবারও স্পেশাল ট্রেন চালু হয়েছে। এটি বন্ধ না করে ধারাবাহিক করার দাবি যাত্রীদের। কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি বলেন, ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা বাড়বে। এ ছাড়া ট্রেনে সংখ্যা বাড়তেও পারে। যাত্রী সেবারমান কীভাবে বাড়ানো যাবে এ ব্যাপারে কর্তৃপক্ষ বেশ আন্তরিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট