আন্তর্জাতিক সেবা সংগঠন বাংলাদেশ ৩১৫-বি ৪ জেলা লায়ন্স ক্লাব অব চিটাগং এপেক্স এর ২০২৪/২৫ ইং নির্বাচিত প্রেসিডেন্টঃ লায়ন ফাহিম উদ্দিন চৌধুরী, সেক্রেটারীঃ লায়ন রাজীব নাথ,ট্রেজারারঃ লায়ন শাহাজাহান ফরহাদ,,
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং এপেক্স এর সম্প্রতি সাধারণ সভা লায়ন্স ভবনের প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি, চাটার প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন কাজী ইমাম হোসেন আবিদ, সভাস্হলের সম্মতিক্রমে লায়ন ফাহিম উদ্দিন চৌধুরীকে সভাপতি ও লায়ন রাজীব নাথ কে সচিব করে মোট ২০ সদস্যবিশিষ্ট (২০২৪-২৫) সেবাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন ।কমিটিতে অন্যান্যরা হলেন , লায়ন সাকিব ক্লাব ডিরেক্টর লায়ন মোঃ আবু সাইদ সদ্য প্রাক্তন সভাপতি ও এলসিএফ কো অডিনেটর, লায়ন মোহাম্মদ রেজাউল করিম সহ-সভাপতি, লায়ন শাহাজাহান ফরহাদ কে ক্লাব কোষাধক্ষ, লায়ন মোহাম্মদ জুনায়েদ সহ কোষাধক্ষ্য, লায়ন কাজী ইমাম হোসেন আবিদ ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর, লায়ন ইসরাত সুলতানা টইল টুইস্টার, লায়ন তাহমিনা টেমার, লায়ন পাপিয়া শারমিন প্রোগ্রাম চেয়ারম্যান, লায়ন মনিরুল ইসলাম শিপন,, প্রমুখ।
সভায় ক্লাব সভাপতি বলেন, মাননীয় জেলা গভর্নর যে ডাক দিয়েছেন যত্নের ছায়া ছড়ায় মায়া এই কলকে বাস্তবায়ন করার লক্ষ্যে ক্লাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করে বন্যাদূর্গত এলাকায় এাণসামগ্রী পৌছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।