1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে বাস যাত্রীকে মারধরের ঘটনায় আটক ২ চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি’২৫: বোয়ালখালীতে শীর্ষে অভিজিৎ ঘোষ পটিয়ায় উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম গ্রেফতার বোয়ালখালীতে অনুমোদনহীন পণ্য বিক্রয়ের দায়ে দুই দোকানিকে জরিমানা কোনটি আগে——-নির্বাচন,বিচার ও সংস্কার গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল সাবেক এমপি পল্লীবন্ধু সৃতি পরিষদের উদ্যাগে এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন টরন্টোতে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে চসিক মেয়রের বৈঠক চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হাজিরপাড়া  ইউনিয়ন বিএনপির প্রতিনিধি  সম্মেলন অনুষ্ঠিত।

আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

গত ১৯/০৬/২৫খ্রি. লোহাগাড়া থানায় কর্মরত এসআই (নি.) মো.কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধারের নিমিত্ত বিশেষ অভিযান ডিউটি করাকালীন চুনতি বাজারে অবস্থানকালে পটিয়া থানা সূত্রে সংবাদ পান ১০/১২ জন ডাকাত পটিয়া থানা এলাকায় ডাকাতি করে ডাকাতির মালামাল এবং আগ্নেয়াস্ত্রসহ চকরিয়ার দিকে রওনা দিয়েছে।

সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগাড়া থানাধীন চুনতি বন বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্ট করাকালীন এক পর্যায়ে সকাল ৮:৩০ মিনিটে একটি সিঙ্গেল কেবিন পিকআপ (রেজিঃ নং-চট্ট মেট্রো-১১-৮৮৫৩) তল্লাশির সময় ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো ১। আবুল কাশেম ওরফে জামাই কাশেম, পিতা-নুরুল আলম, সাং-পশ্চিম কাথারিয়া, থানা-বাশঁখালী, জেলা-চট্টগ্রাম। ২। ছাদেকুর রহমান, পিতা-মৃত জেবল হোসেন, সাং-ফুলতলা, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, ৩। কামাল, পিতা-মো. মাসুক, সাং-চকরিয়া বাজার পাড়া, ১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা। ৪। কেফায়েত হোসেন, পিতা-মৃত আলমগীর ফারুক, সাং-পূর্ব বড় ভেওলা, সিকদার পাড়া, সর্বথানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

আটক আবুল কাশেম ওরফে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, সিঁধেল চুরিসহ অন্যান্য ধারায় ডজন খানেক মামলার তথ্য পাওয়া যায়। আটক কামালের বিরুদ্ধে অস্ত্র এবং সিঁধেল চুরির দুইটি মামলা রয়েছে।

আটককৃতদের হেফাজত থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি টিপছুরি, ২টি চাকু, ১টি লোহা কাটার কাঁচি, ২টি শাবল, ২টি ধারালো দা, ১টি টর্চলাইট, নগদ ১৬হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল, একটি পোর্টেবল হার্ডডিস্ক এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, পটিয়া থানা কর্তৃক ১টি মোবাইল ফোন, ১টি মানকি ক্যাপ ও কালো ব্যাগ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা পটিয়া থানা এলাকার ফকিরপাড়ায় ডাকাতি করে মালামালসহ কক্সবাজারের দিকে পালাচ্ছিল। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্তে পটিয়া থানার মামলা নং ২৫, তারিখ: ২০/০৬/২০২৫ খ্রি. ধারা- ৩৯৫/৩৯৭ দন্ডবিধি ও লোহাগাড়া থানার মামলা নং ১৩, তারিখ: ১৯/০৬/২০২৫ খ্রি. ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19(A) 19 (f) রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট