আনোয়ারা উপজেলায় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মো.আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে আনোয়ারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং ৯নং পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসাধারণের মাঝে ৫ শতাধিক পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৯ এপ্রিল ২০২৩ইং বুধবার সকালে মাহাতা পূর্বকণ্যারা দীঘির পাড় এলাকার অসহায় মানুষদেরকে এ উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা এম. নুরুল হুদা চৌধুরী। এসময় স্থানীয় গণ্যমান্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ বস্র বিতরণ করছি আমরা, আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। পরৈকোড়া ইউনিয়নবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। আল্লাহপাক যতদিন বাঁচিয়ে রাখবেন চেষ্টা করব মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ার।