জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা আলহাজ্ব খোরশেদ উল্লাহ রজায়ী’র পিতা ১৮ শতকের কবি হযরত শাহ্ আলী রজা কানু শাহ (রাহঃ)’র আওলাদ পীর মাওলানা একরামুল হক শাহ্ রজায়ী হুজুর গতকাল বৃহস্পতিবার রাত ৮:১৫ মিনিটের সময় রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে ইন্তেকাল করেন,(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ইন্তেকালে তাঁহার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী,৪ ছেলে,২ মেয়ে নাতি-নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য ভক্ত মুরিদ রেখেযান।
আজ ১২মে (জুমাবার) বেলা ২টায় আনোয়ারা ওষখাইন শাহ্ আলী রজা (রাহঃ) আলিম মাদ্রাসা ময়দানে নামাজের জানাজা শেষে তাহাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।