জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
আজ ১ মার্চ চন্দনাইশ দরবার শরীফে মাইজভান্ডার শরীফের খলিফা গাউছে জামান হযরত ছৈয়দ মৌলানা আবদুল লতিফ শাহ্ চন্দনাইশী আল মাইজভান্ডারী (রাহ.)’র ৪৩ তম বার্ষিক ওরশ উপলক্ষ্যে দরবারে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকালে খতমে কোরআন, সেমা মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারুক বিতরণ করা হবে। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন শাহজাদা ছৈয়দ মোহাম্মদ মকছুদুল আলম আল চন্দনাইশী, মাইজভান্ডারী।