বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র বার রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র্যালী বের করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শাহ মাবুদিয়া দরবার শরীফ থেকে শুরু করে স্বাগত র্যালীটি বোয়ালখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি করা হয়।
শাহ্ মাবুদিয়া দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আল কাদেরীর ছদারতে র্যালীতে মোটর সাইকেল, পিকআপ নিয়ে কয়েক হাজার আশেকে রাসুল অংশ গ্রহণ করেন।
এসময় পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা মুহাম্মদ আব্দুল করিম আল কাদেরী, মাওলানা আব্দুল কুদ্দুছ আলকাদেরী, মাওলানা মাহবুবুল আলম কাদেরী, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা আব্দুল জব্বার কাদেরী, মাওলানা মনছুর আলম কাদেরী, মাওলানা মনজুর হোসাইন, মাওলানা আব্দুল খালেক কাদেরী, আলহাজ্ব জাফর আহমদ সওদাগর, মাওলানা ইমাম উদ্দীন রহিমী, মাওলানা অহিদুল আলম কাদেরী, মাওলানা জাহাঙ্গীর আলম কাদেরী, মাওলানা সরাফত হোসেন রহিমী, মাওলানা রুহুল আমীন রহিমী সহ আরো অনেকে।
শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।