প্রেস বিজ্ঞপ্তিঃ
এপল ব্র্যান্ডের প্রিমিয়াম রিসেলার কোম্পানি আইস্টক বিডি'র সানমার ওস্যান সিটি আউটলেটের শুভ উদবোধন হয়ে গেলো। গতকাল চট্টগ্রামের সর্বাধুনিক শপিং মল সানমার ওস্যান সিটির পঞ্চম তলায় চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জবাব আ জ ম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে আউটলেটটির শুভ উদবোধন ঘোষণা করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইস্টক বিডি'র হেড অব বিজনেস জনাব মুহাম্মদ আরিফ খান এবং কোম্পানির ডিরেক্টর জনাব হাসানুজ্জামান তানভীর।
বিশেষ অতিথি হিসেবে টেক আলয় এর ফাউন্ডার জনাব সোহাগ মিয়া এবং মেন্টরিয়ান এর ফাউন্ডার জনাব রাসেল এ কাউসার ও উপস্থিত ছিলেন।
এর আগে সানমার ওস্যান সিটির হাইড আউট থিম পার্কে কোম্পানির উইন আই ফোন ক্যাম্পেইন "এখনি জিতে নিন,আইফোন ফোরটিন" এর ক্লোজিং সেরোমনি অনুষ্ঠিত হয়।
এতে লটারির মাধ্যমে প্রথম বিজয়ী হিসেবে আইফোন ফোরটিন জিতে নেন লুৎফর রহমান মাহিন,দ্বিতীয় বিজয়ী হিসেবে এপল ওয়াচ জিতে নেন রাখাল দাশ রাখাল এবং তৃতীয় বিজয়ী হিসেবে এয়ার পডস জিতে নেন নাবিল আমিন হৃদয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত