বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করায় এক মাটি ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১টি স্কেভেটর ও ১ টি ট্রাক জব্দ করা হয়।
১৫ এপ্রিল, শনিবার রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে পোপাদিয়া ইউনিয়নের শরীফ পাড়া এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
এসময় তিনি রাতের আধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে আবু তালেব (৪২) কে ৮০ হাজার টাকা জরিমানা সহ ১টি স্কেভেটর ও ১টি ট্রাক জব্দ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জানান, রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে আবু তালেবকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাটি কাটায় ব্যবহৃত ১টি স্কেভেটর ও মাটি পরিবহনকারী ১টি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত