1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সাথে চিটাগং এক্স শাহীন এসোসিয়েশন (চেসা) নেতৃবৃন্দের সভা ফিলিস্তিনকে ভালোবাসা, তাদের পাশে থাকা মুমিনের ঈমানী দায়িত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পটিয়ার প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা সহ আহত- ৩ থানায় মামলা দায়ের।  মোহাম্মদ নগর ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলায় প্রধান অতিথি এনামুল হক এনাম বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার, আশ্রয় মিলবে সাফারি পার্কে বিএনপির সভাপতি সামাদ মন্ডলের প্রত্যয়নপত্র ঘিরে বিতর্ক নিয়মিত পরীক্ষার্থী বহিস্কার পলাশবাড়ীতে এক প্রক্সি পরীক্ষার্থী আটক বোয়ালখালীতে ১২ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬ কবিরহাটে কলেজ ছাত্রদল সভাপতি ও সম্পাদকের নেই ছাত্রত্ব সোনাইমুড়ীতে পুড়ল ৮ দোকান, ক্ষতি কোটি টাকার

অজ্ঞান পার্টির খপ্পরে বোয়ালখালীর যুবক, লুটে নেয় মোবাইল-টাকা”

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের এক মুদি দোকানের কর্মচারী মো. ওমর (৩২) শহর থেকে বাসে ফিরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বাসে তার নাকের সামনে টিস্যু ধরার পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার সঙ্গে থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা লুটে নেয় এক ব্যাক্তি।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, “অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে লোকজন। তিনি কথা বলতে পারছিলেন না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।”

ভুক্তভোগী মো. ওমর উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উজির আলী (পান শফি) বাড়ির কাসেম মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ওমরের এক নিকট আত্মীয় মো. হৃদয় জানান, শনিবার সকালে মোবাইল মেরামতের জন্য ওমর নগরে গিয়েছিলেন। দুপুরে বাসে বাড়ি ফেরার পথে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এক ব্যক্তি ওমরের নাকের সামনে টিস্যু ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার পকেট থেকে মোবাইল ও টাকা চুরি হয়।

হৃদয় আরও জানান, ওমরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও স্ত্রীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট