বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জয় দে (৩৫)। তিনি শাকপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শাকপুরা গ্রামের বাসিন্দা এবং মৃত বাবুল দে’র ছেলে।
পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাকপুরা লালারহাট এলাকায় মদ বিক্রির সময় সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, রবিবার (১৮ জানুয়ারি) জয় দে’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত