1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি অন্ধত্বকে জয় করে জীবিকার সন্ধানে আবদুল কাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান

‎পটিয়ায় রথযাত্রা অনুষ্ঠান বানচালের চেষ্টা, আয়োজকদের প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

পটিয়া চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের শীলপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান বানচাল করে দেওয়ার হুমকি, মারধরের চেষ্টা ও প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আয়োজক পরিবারের এক সদস্য।

‎অভিযোগসূত্রে জানা যায়, ১২নং হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা মিলন চন্দ্র শীল (৪৪), পিতা মৃত বলরাম চন্দ্র শীল, গত পাঁচ বছর ধরে নিজ আঙিনায় ছোট পরিসরে ধর্মীয় রথযাত্রা উৎসব পালন করে আসছেন। এবারও ২৭ জুন ২০২৫ তারিখে রথযাত্রা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। কিন্তু এই আয়োজনে বাধা দেন একই এলাকার যদু শীল (৬৫) ও তার দুই পুত্র প্রণব শীল (৩২) ও রানা শীল (২৬)।

‎মিলন শীল অভিযোগে উল্লেখ করেন, রথের গাড়ি নিয়ে বের হওয়ার রাস্তা দখল করে বিবাদীরা কয়েকদিন আগে জোরপূর্বক একটি পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। মিলন শীল ঢাকায় কর্মরত থাকায় তিনি বাধা দিতে পারেননি। ২৬ জুন সকাল ৮টার দিকে রথ প্রস্তুতির সময় তারা বাউন্ডারি পার হওয়ার চেষ্টা করলে বিবাদীরা গালিগালাজ শুরু করে এবং দা ও গাছের লাঠি নিয়ে তেড়ে আসে।

‎স্থানীয় মেম্বারের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও পরে বিবাদীরা আবারও হামলার চেষ্টা করে এবং বলেন, “কাল রথযাত্রা অনুষ্ঠান করলে তোমাদের প্রাণে মেরে ফেলব।” তারা আরও হুমকি দেন, থানায় অভিযোগ করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

‎বাদী মিলন শীল এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এটি বানচাল করতে চায়, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”

‎এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা।

‎পটিয়া থানার এস আই কামরুজ্জামান বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট