1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি অন্ধত্বকে জয় করে জীবিকার সন্ধানে আবদুল কাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান

‎পটিয়ায় ‘জুলাই গণসমাবেশ’ ঘিরে উত্তেজনা, হুমকি-ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ‎

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ইমরান হোসেন মুন্না :আসন্ন ১২ জুলাই চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই গণসমাবেশ’ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এ সমাবেশের প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তার আগমনকে কেন্দ্র করে পটিয়ায় টান টান উত্তাপ বিরাজ করছে।

‎এই প্রেক্ষাপটে বুধবার (১০ জুলাই) বিকেলে পটিয়া থানার মোড়ের একটি রেস্টুরেন্টে জরুরি সংবাদ সম্মেলন করেন গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলা শাখার নেতারা।

‎সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, গণসমাবেশ বানচালের ষড়যন্ত্র চলছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা, গোপন ও প্রকাশ্য হুমকি এসব ঘটনা পরিকল্পিত। শ্রীমাই ব্রিজ, শাহচান্দ আউলিয়ার মাজার গেট ও গ্রিচৌধুরী বাজার এলাকায় তাদের প্রচার সামগ্রী ছিঁড়ে ফেলার অভিযোগ করেন তারা।

‎নেতারা বলেন,“গণতান্ত্রিক দেশে মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু ব্যানার ছেঁড়া, হুমকি দেওয়া এসব অশুভ, অগণতান্ত্রিক এবং কাপুরুষোচিত কাজ। যারা এসব করছে, তাদের মনে রাখা উচিত, ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি, এবারও করবে না।”

‎তারা জানান, সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে সমাবেশ সফল হবে। গণ অধিকার পরিষদ পটিয়াকে “চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়তে বদ্ধপরিকর।

‎ঘোষণা অনুযায়ী,,১২ জুলাই শনিবার, পটিয়ার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
‎এতে প্রধান অতিথি থাকবেন ভিপি নুরুল হক নুরএবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ও পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

‎সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের দক্ষিণ জেলা আহ্বায়ক ডা. এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আরাফাত (নবাব), ছাত্র অধিকার পরিষদের,গোলাম সোবহান,মো. আকরাম হোসেন,মেহেদী হাসান সাকি,রায়হান আহমেদ সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট