1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওলা কুতুবিয়া মাদ্রাসায় আধুনিক প্রযুক্তির বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন কালুরঘাট সেতুতে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত স্টেশন মাস্টার বোয়ালখালীতে পর্নোগ্রাফি মামলায় তিন যুবক আদালতে বেগমগঞ্জে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা বোয়ালখালীতে মুজিব সৈনিক  সৈয়দ সরোয়ার গ্রেপ্তার সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

৪১টি ওয়ার্ডে হবে ৪১ টি খেলার মাঠ ও পার্ক: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়তে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার বিকেলে চসিকের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে উন্নয়নাধীন হালিশহর বিডিআর মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, কিছুদিন আগে চসিক মেয়রের উদ্যোগে মাঠটির সংস্কার কাজ শুরু হয়। মাঠের চারপাশে বয়স্কদের হাঁটা ও ব্যায়ামের জন্য একটি ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। পাশাপাশি মাঠটি সমান ও উঁচু করে তাতে ঘাস রোপণ করা হয়েছে, যাতে স্থানীয়রা খেলাধুলা ও বিনোদনের জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন।
এসময় মেয়র বলেন, “নগরীর শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের পরিবেশ ফিরিয়ে আনতে মাঠ ও পার্ক অপরিহার্য। আমাদের সন্তানদের শরীরচর্চা ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার জায়গা দরকার। এজন্য চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।”তিনি বলেন, “যুবসমাজকে যদি মাদক থেকে দূরে রাখতে হয়, তাহলে তাদের বিকল্প কর্ম ও বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পারিবারিক বিনোদনের মাধ্যমে আমরা একটি মানবিক ও প্রাণবন্ত নগরী গড়ে তুলতে চাই।
চসিক মেয়র জানান, এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ফিরোজ শাহ পার্ক ও মাঠ, ১৬ নং চকবাজার ওয়ার্ডের মহসিন কলেজ মাঠ, ২৭ নং আগ্রাবাদ জাম্বুরি মাঠ, ২৬ নং বহুরুপী মাঠ, ১৭ নং পশ্চিম বাকলিয়া মাঠ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিডিআর মাঠ, হালিশহর শিশু পার্ক ও মাঠ এবং ২৫ নং এইচ ব্লক মাঠ উন্নয়নে উদ্যোগ নিয়েছে চসিক।তিনি আরও বলেন, “প্রকৌশল বিভাগ ধাপে ধাপে সব ওয়ার্ডে মাঠ ও পার্ক নির্মাণের কাজ বাস্তবায়ন করবে। আমরা চাই প্রতিটি ওয়ার্ডের মানুষ তাদের সন্তানদের নিয়ে হাঁটতে, খেলতে ও আনন্দ করতে পারুক—যেন প্রতিটি ওয়ার্ড হয়ে ওঠে সুস্থ নগরজীবনের প্রতীক।
মেয়র স্থানীয় নেতৃবৃন্দ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পরিদর্শন শেষে চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে নির্দেশনা দেন এবং মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।এসময় আরো উপস্থিত ছিলেন  হালিশহর ফেন্ডস ইউনিক সোসাইটির ( হাফুস) সভাপতি ফরিদ আহমেদ বাবু, সিনিয়র সহ সভাপতি গোলাম মোর্শেদ চৌধুরী , সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি নাজিম উদ্দীন, মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপনসহ স্থানীয়  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট