
রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্র লীগ সভাপতি আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) জেলা শহর মাইজদী থেকে তাকে আটক করা হয়েছে।
জানা যায়, তিনি দির্ঘদিন বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন এবং সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের সাবেক সংসদ সদস্য এইএম ইব্রাহীমের ঘনিষ্ঠ লোক ছিলেন তিনি । উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্নগোপনে চলে যান। পর্বর্তীতে গত সোমবার (৪ নভেম্বর) জেলা শহর মাইজদী থেকে সুধারাম থানা পুলিশ তাকে আটক করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফ হোসেন আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।