
বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা রাসবিহারী ধামে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাসমহোৎসব ও রাসমেলা।
শ্রী বিগ্রহের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রাসমহোৎসবের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে এ উৎসবে আয়োজন করা হয়েছে নাম সংকীর্ত্তন, কৃষ্ণলীলা প্রদর্শনী, মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও ঐতিহ্যবাহী রাসমেলা।
মেলা চলবে ৩ নভেম্বর মঙ্গলবার থেকে ৭ নভেম্বর শুক্রবার পর্যন্ত।
ঐতিহ্যবাহী এই শাকপুরা শ্রীশ্রী রাসবিহারী ধাম বাংলাদেশের অন্যতম প্রাচীন রাসস্থল হিসেবে পরিচিত। প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা সমবেত হচ্ছেন এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে।