
রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফসলী জমিতে ফাঁদ পেতে পাখি শিকারের সময় মোঃ হান্নান (৫০) ও সাকিব (২১) নামে দুই কিশারীকে আটক করেছে বনবিভাগ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার হোসেনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
সোনাইমুড়ী উপজেলা বন বিভাগ জানায়, নোয়াখালীর বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, বন প্রহরী মাইনুদ্দিন ও শরিফুল ইসলাম পাখি শিকারি ধরতে অভিযান চালায়। দুজনকে আটক করার পর ২ টি বালি হাঁস, ২ টি বাটন মোবাইল, ১টি হ্যান্ড মাইক (সাউন্ড সিস্টেম) ১টি লোহার খাঁচা ও জাল উদ্ধার করা হয়। মোবাইল থেকে হ্যান্ড মাইকে পাখির শব্দ সম্প্রচার করে অভিনব কায়দায় শিকার করে আসছিল বলে জানায় বন প্রহরী মাইনুদ্দিন।