1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ পীরে ত্বরিকত হযরত শাহ্সুফি মাওলানা সৈয়্যদ আরাফাতুল হক হাফেজ নগরী মাইজভান্ডারী’র ২তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন “পরিবারের চার ভাই সকলেই হলেন সিআইপি” প্রবাসে সবজি চাষে পটিয়ার  নাজিম উদ্দিনের সফলতা।  -আলমগীর আলম। কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ মাওলানা আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে কধুরখীল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবক চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রার্থী হতে চায় এড. নাজিম উদ্দীন চৌধুরী বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

প্রত্যয়ের অন্তর মম বিকশিত করো শিরোনামে চিত্র প্রদর্শনী

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য মাসিক নিয়মিত আয়োজন “অন্তর মম বিকশিত করো” শিরোনামে চিত্রপ্রদর্শনী আজ ৩১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে “অন্তর মম বিকশিত করো” শিরোনামের এই আয়োজনের ১২তম পর্বে অংশ নেন প্রত্যয়ের চিত্রাঙ্কন বিভাগের ৮ জন শিক্ষার্থী। প্রদশর্ন করা হয় তাদের আঁকা ১৬টি ছবি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা ডা. শাখাওয়াত হোসাইন হিরু, দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, চারুরং আর্ট স্কুল পরিচালক চিত্রশিল্পী হামেদ হাসান, ক্যানভাস পাপেট থিয়েটার এর পরিচালক চিত্রশিল্পী কামরুল ইসলাম, চিত্রণ আর্ট ও সুন্দর লেখা শেখার স্কুল পরিচালক চিত্রশিল্পী টিকলু দে, কুসুম কলি আর্ট স্কুল এর পরিচালক চিত্রশিল্পী রাজন দে, শিল্প বাড়ী আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী নয়ন দে, শিল্পশৈলী আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী আকরাম হোসেন, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল, নৃত্য শিল্পী হৈমন্তী দে । প্রত্যয়ের সিনিয়র সদস্য শিবু মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে শিক্ষার্থীদের চর্চার সুযোগ করে দেওয়ার জন্য নিয়মিত এই ধরনের আয়োজন করা হয়। যাতে শিক্ষার্থীরা উপকৃত হয়। চিত্র প্রদর্শনীতে কামরুজ্জামান নিহাত, তাহিয়া রহমান, সাইকা ইলিয়াছ মাহি, সুমাইয়া তাবাসসুম, সাদিয়া সুলতানা তারিন, মৃত্তিকা রায়, হুমাইরা আকতার ও ইয়াসিন আরাফাত এর ২টি করে মোট ১৬ টি ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট