1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওলা কুতুবিয়া মাদ্রাসায় আধুনিক প্রযুক্তির বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন কালুরঘাট সেতুতে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত স্টেশন মাস্টার বোয়ালখালীতে পর্নোগ্রাফি মামলায় তিন যুবক আদালতে বেগমগঞ্জে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা বোয়ালখালীতে মুজিব সৈনিক  সৈয়দ সরোয়ার গ্রেপ্তার সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

চন্দনাইশে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ও চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা: মহসিন জিল্লুর করিমের সর্মথনে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে ২৫ অক্টোবর (শনিবার) বিকালে ৩১ দফা সম্বলিত লিফলেট হাতে নিয়ে চন্দনাইশ পৌরসভার নয়াহাট এলাকা থেকে পথসভার মাধ্যমে লিফলেট বিতরণ করেন। পরে চন্দনাইশ সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টান,শপিংমলসহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সালাউদ্দীন চৌধুরী নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা যথাক্রমে এডভোকেট মো. আমিনুল হক চৌধুরী, এম মোরশেদুল আলম চৌধুরী, মাহাবুবুর রহমান, মাহাবুবুল আলম চৌধুরী, ওবাইদুর রহমান বাহাদুর, ওরশেদুল আলম মিন্টু, সিরাজুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, মো. ইউনুস রানা, নুরুল ইসলাম, ফজলুল কবির , ওসমান আলী, কামাল, আবুল কাশেম চৌধুরী, মাহাবুব আলম, মো. সেলিম, জাহাঙ্গীর আলম, মাহাবুল ইসলাম, যুবদল নেতা আবদুস সবুর, মো.জাহাঙ্গীর, ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম, নয়নসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে এক পথসভায় সালাউদ্দীন চৌধুরী বলেন, বিএনপির আগামী দিনের কর্ণধার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে গ্রামগঞ্জের সাধারণ জনগণসহ সব শ্রেণির মানুষ ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে ও সাদরে গ্রহণ করছেন।’ তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে বৈষম্য থাকবে না এবং একটি নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট